Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শুক্রবার, ০৫ এপ্রিল ২০১৯ঃইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) প্রক্রিয়া কিছু দিন পেছানোর জন্য উত্থাপন করা একটি প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা।

স্থানীয় সময় বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এ সংক্রান্ত একটি প্রস্তাবের পক্ষে ৩১৩ ভোট ও বিপক্ষে ৩১২ ভোট পড়ে বলে বিবিসির প্রতিবেদন বলা হয়েছে।

মাত্র মাত্র এক ভোটের ব্যবধানে পাস হওয়া এ প্রস্তাব উত্থাপান করেছিলেন লেবার পর্টির এমপি ইভেট কুপার।

প্রস্তাবটি আইনে পরিণত হতে পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ড সভার অনুমোদন লাগবে। তবে ব্রেক্সিট আরও পেছানোর অনুমোদন দেওয়া হবে কি না সে বিষয়টি র্নিধারণ করবে ইইউ।

বিবিসি জানায়, ব্রেক্সিট নিয়ে বিরোধীদলীয় নেতা জেরেমি করবিনের সঙ্গে প্রধানমন্ত্রী তেরেসা মে’র বৈঠকের পর পার্লামেন্টে এ প্রস্তাবটি তোলা হয়। এর ফলে তেরেসা ব্রেক্সিটের তারিখ ১২ এপ্রিল থেকে আরও পেছাতে ইইউকে অনুরোধ জানানোর অনুমতি পাবেন।