Sun. Sep 14th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার, ০৬ এপ্রিল ২০১৯ঃপুরান ঢাকাকে রাতারাতি ঝুঁকিমুক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তিনি বলেন, পুরান ঢাকার অবস্থা এতটাই নাজুক যে একটি বিল্ডিংয়ের একটা ইটে আঘাত করলে গোটা ভবন ভেঙে পড়তে পারে।

শনিবার (৬ এপ্রিল) ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘ঢাকা ইউটিলিটি রিপোটার্স অ্যাসোসিয়েশনে’র সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

গণপূর্তমন্ত্রী বলেন, পুরান ঢাকায় একেবারের ঝুঁকিহীন অবস্থা করা সম্ভব নয় এ কারণে যে, সেখানে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি যাওয়ার মতো অবস্থা নেই। রাস্তা এতটাই সরু। আর গাড়ি যাওয়ার রাস্তা প্রশ্বস্ত করতে হলে অনেক ভবন ভাঙতে হবে।

সেখানকার ভবনগুলো ভেঙে নতুন করে বানানোর জন্য সরকারের কাছে প্রস্তাব দেয়া হবে বলেও জানান গণপূর্তমন্ত্রী।