Sat. Oct 18th, 2025
Advertisements
তালেবান হামলায় ৩ মার্কিন সেনাসহ নিহত ৪

খােলাবাজার ২৪, মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০১৯ঃ আফগানিস্তানে তালেবানের হামলায় তিন মার্কিন সেনাসহ ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিন সেনা।

মার্কিন সেনা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, কাবুলের উত্তরাঞ্চলে বাগরাম ঘাঁটির কাছে সোমবার (৮ এপ্রিল) রাস্তার পাশে পেতে রাখা বোমায় মার্কিন সেনাদের গাড়িবহর আঘাত করলে তিন সেনা মারা যান। এ ঘটনায় এক মার্কিন ঠিকাদারও নিহত হন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা’র প্রতিবেদন থেকে এ খবর জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে।

তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, এ হামলা ছিল আত্মঘাতী গাড়ি হামলা। তালেবান বলেছে, তাদের একজন হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়।

বাগরাম ঘাঁটি হচ্ছে আফগানিস্তানের মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। এটা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে অবস্থিত।