Fri. Oct 24th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯ঃ বাংলা নববর্ষ উদযাপনের দিন বখাটে, উত্যক্তকারী ও অপরাধীদের তাৎক্ষণিক বিচারের আওতায় আনতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)’র ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। এবারই প্রথম এমন উদ্যোগ নিচ্ছে আইনশৃঙ্খলারক্ষাকারী এই এলিট বাহিনী। 

শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখ উদযাপনের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো র‌্যাবের পক্ষ থেকেও নিচ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা তথ্য সংগ্রহ করেছি। সব গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘নববর্ষের বড় বড় ভেন্যুতে আমাদের মোবাইল পেট্রোল, মোটর সাইকেল পেট্রোল, অবসারভেশন পোস্ট থাকবে। রাজধানীতে যতো ভেন্যু আছে সবগুলোকে সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে।’

বড় ভেন্যুগুলোর সার্বিক কার্যক্রম মনিটরিং করার জন্য আমরা কন্ট্রোলরুম বসানো হয়েছে। বড় ভেন্যুতে মোবাইল কোর্টসহ মেডিকেল টিম থাকবে যাতে মানুষ নির্বিঘ্নে নববর্ষ উদযাপন করতে পারে। যোগ করেন র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক।

কর্নেল জাহাঙ্গীর আলম বলেন, ‘রাজধানীর বাইরে দেশের অন্যান্য জায়গায় নববর্ষের বিশেষ অনুষ্ঠান হচ্ছে। সেখানে র‌্যাব ও ক্যাম্পের পক্ষ থেকে সাদা পোশাকে পূর্ণ নিরাপত্তা দিতে উপস্থিত থাকবে।’

এবারের পহেলা বৈশাখে কোনও হুমকি আছে কি-না এমন প্রশ্নের জবাবে এই র‍্যাব কর্মকর্তা বলেন, ‘সুনির্দিষ্ট কোনো ঝুঁকির বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। ঢাকায় র‌্যাবের যে পাঁচটি ব্যাটালিয়ন আছে তাদের বেশিরভাগ সদস্যই নিরাপত্তার কাজে থাকবে। সারাদেশে কন্ট্রোলরুম স্থাপন করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে সবাই উৎসব পালন করবে। নিশ্ছিদ্র নিরাপত্তার স্বার্থে কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এরপরেও কেউ কেউ বিশেষ ব্যবস্থাপনায় বাচ্চাদের জন্য খাবার বা পানীয় কিছু আনলে সেটি ভেবে দেখা হবে।’