Thu. Sep 18th, 2025
Advertisements

সেলফি তুললে জেল জরিমানা!

খােলাবাজার ২৪,মঙ্গলবার,১৬এপ্রিল ২০১৯ঃ বর্তমান প্রজন্মের অধিকাংশ মানুষই সেলফি তুলতে অভ্যস্ত। জীবনের মুহূর্তগুলো মানুষ এখন সেলফিতে বন্দি করে। অতিরিক্ত সেলফি তোলাকে কেউ কেউ আবার মানসিক রোগও বলছেন। তবে সেলফি তোলার জন্য জেল জরিমানার কথা শুনলে নিশ্চয় অবাক হতে হয়।

শুনতে অবাক হলেও সেলফি বিষয়ে কঠোর বিধি-নিষেধ সৃষ্টি করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে কারও অসম্মতিতে বা কাউকে না জানিয়ে সেলফি তুললে জেল জরিমানা নিশ্চিত। এমন অরাধ করলে ছয় মাসের কারাভোগের পাশাপাশি সর্বোচ্চ  ৫ লাখ দিরহাম জরিমানার ব্যবস্থাও রয়েছে।  বাংলাদেশি মুদ্রায় এর মান ১ কোটি ১৪ লাখ টাকার বেশি!

মধ্যপ্রাচ্যের এই দেশটির আইনে বলা হয়েছে, সেলফি তুলতে সমস্যা নেই কিন্তু সেই সেলফিতে অপরিচিত জনের ছবি বা অন্য কারও ব্যক্তিগত বিষয়, তথ্য চলে আসলে তা গোপনীয়তা লঙ্ঘনের অপরাধ হিসেবে গণ্য হবে। এ জন্য ছয় মাসের জেল এবং সঙ্গে জরিমানার ব্যবস্থা করা হয়েছে।