Tue. Sep 16th, 2025
Advertisements
নিপুন রায়‌কে ভারত যে‌তে বাধা

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ঃ বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে ভারত যেতে বাধা  দেয়ায় অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) দুপুর ১টায় নভো এয়ারের একটি নিয়মিত ফ্লাইটে তার ভারতে যাওয়ার কথা ছিল। নিপুর রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

নিপুর রায় চৌধুরী ব্রেকিংনিউজকে বলেন, ব্যক্তিগত সফরে স্বপরিবারে ভারতের কলকাতা যেতে চেয়েছিলাম। ২৩শে এপ্রিল কলকাতা থেকে ঢাকা ফেরার রিটার্ন টিকিটও আমাদের ছিল। আমাকে মামলার অজুহাত দেখিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ যেতে দেয়নি। বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।

দু’দিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল নিপুণ চৌধুরীর। এর আগে ৯ই মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে  দেয়া হয়।