Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং বাংলা ট্র্যাক গ্রুপের একটি কোম্পানি, বাংলাদেশে বার্গার কিং এর ফ্র্যাঞ্চাইস টিফিন বক্স লিমিটেড এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, বার্গার কিং রেস্টুরেন্টে গ্রাহকবৃন্দ ইউপে অ্যাপ থেকে সহজেই কিউ আর কোড স্ক্যান করে মুল্য পরিশোধ করতে পারবেন।

 

অনুষ্ঠানে ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন;ইউসিবি’র এসভিপি ও হেড অব রেভেনিউ & ডিজিটাল কমার্স ইউপে জনাব মোঃ নুরুল হক মানিক; বাংলা ট্র্যাক লিমিটেডের গ্রুপ সিইও জনাব এম জাহাঙ্গীর আলম এফসিএমএ; টিফিন বক্স লিমিটেডের জেনারেল ম্যানেজার জনাব মুশরুফ আহমেদ সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।