Fri. Sep 12th, 2025
Advertisements

কৃত্রিম পায়ে নতুন জীবনের স্বপ্ন রাসেলের

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ঃগেল বছরের এপ্রিলে রাজধানীতে গ্রিনলাইন পরিবহনের বাসের ধাক্কায় পা হারানো রাসেলকে (২৬) একটি কৃত্রিম পা দেয়া হয়েছে। সাভারের সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইড (সিআরপি) থেকে তাকে এ কৃত্রিম পা দেয়া হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক তার পা সংযুক্ত করেন।

সিআরপির পক্ষ থেকে রাসেলকে বিনামূল্যে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির পা লাগিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

সিআরপি’র প্রোসথেটিক অ্যান্ড অরথটিকস বিভাগের প্রধান ড. মোহাম্মদ শফিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাসেলের পা সংযোজনের পুরো খরচ সিআরপি বহন করেছে। কৃত্রিম পায়ের সঙ্গে খাপখাইয়ে নিতে চার সপ্তাহের মতো সময় লাগতে পারে। রাসেলকেও নিজে নিজে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে হবে।

কৃত্রিম পা সংযোজনের পর রাসেল বলেন, ‘পা হারিয়ে খুব হতাশ হয়ে পড়েছিলাম। এখন স্বাভাবিক জীবনে ফিরে আসার স্বপ্ন দেখছি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ এপ্রিল রাজধানীর ধলপুর এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গ্রিনলাইন পরিবহনের একটি বাস রাসেলকে ধাক্কা দিলে তা বাঁ পা ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় গ্রিনলাইন পরিবহন মালিককে ৫০ লাখ টাকা জরিমানা করে হাইকোর্ট। এর মধ্যে গত ১১ এপ্রিল রাসেলকে ৫ লাখ টাকা দেয়া হয়। বাকি ৪৫ লাখ টাকা ৩০ দিনের মধ্যে দেয়ার জন্য গ্রিনলাইন পরিবহনের মালিককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।