Thu. Sep 18th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, মঙ্গলবার, ৩০এপ্রিল ২০১৯ঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড গত ২৯ এপ্রিল ২০১৯ তারিখে নবীনগর শাখায় একটি রেমিটেন্স মেলার আয়োজন করে। মেলার উদ্দেশ্য ছিল ইউপের মাধ্যমে তাৎক্ষনিক রেমিটেন্স সুবিধা বিষয়ে জানানো। বিভিন্ন শ্রেনি পেশার মানুষ মেলায় অংশগ্রহন করে এবং কিভাবে ইউসিবি প্রবাসী বাংলাদেশীদের সহজে বৈদেশিক রেমিটেন্স প্ররণে ভুমিকা রাখছে সে বিষয়ে অবহিত হয়।

মালয়েশিয়ার ফেলডা মোবাইল ও ইনসেনটিভ রেমিট এর সাথে যৌথভাবে ইউসিবি তাৎক্ষনিক রেমিটেন্স সুবিধা চালু করেছে।

রেমিটেন্স মেলায় পুতুল নাচ, ইউপে ওয়ালেট এ্যাকটিভেশন, হুন্ডি বিরোধী সচেতনতা, অংশগ্রহনকারীদের জন্য উপহার প্রভৃতির ব্যবস্থা ছিল।