Fri. Oct 24th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার, ০৪মে ২০১৯ঃ বাংলাদেশ কল্যাণ পার্টির আইনজীবী কল্যাণ ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক এড. আজাদ মাহবুব, যুগ্ম আহ্বায়ক, এড. মনিরুল ইসলাম সরকার,  এড মবিনুল হক, এড. নাহার, এড. সালাউদ্দিন বিশ্বাস, এড. জহুরুল হক আনসারী, এড. হিরক মিনা।

সদস্য সচিব, এড. মাহমুদুল হাসান, সদস্য, এড. আব্দুর রউফ, এড. আদম শফিউল্লাহ, এড. কে এম শাহিন, এড. মাসুদা বেগম শম্পা, এড. আসিফ ইকবাল, এড. আবু হাসেম, এড. সালাউদ্দিন আয়ূবী, এড. মোয়াজ্জেম হোসেন, এড. মুহাঃ আশরাফুজ্জামান শাকিল, এড. লায়েস মিয়া, এড. মোঃ মুজিবুর রহমান।