Fri. Oct 17th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার ,১১মে ২০১৯ঃ গত বছরের ৩০ আগষ্ট শাহজাদপুর উপজেলার রেশমবাড়ি গ্রামে প্রবাসী গৃহবধু দোলন খাতুনকে অপহরণ করে ধর্ষণ করে স্থানীয় দুর্বৃত্ত স্বপন, ইয়াছিন ও লিটন। এ ঘটনায় নির্যাতিতার পরিবার বিচার চাইলে, ঝুলিয়ে রাখে গ্রাম্য মাতব্বররা। সময়ক্ষেপণে এ নারী গর্ভবর্তী হন। এরপরও মাসের পর মাস বলা হয়েছে, সমঝোতা করিয়ে দেয়া হবে। সুরাহা না পেয়ে ৮ মাস পর মামলা দায়ের করা হলে আলামত না থাকায় তা খারিজ হয়। এ অবস্থায় গেল ৮মে জন্ম নেয় তার সন্তান।

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩ লম্পটের ধর্ষণের ঘটনায় গৃহবধুর প্রসব হওয়ার শিশুটির পিতৃ পরিচয় দাবিতে সরগরম এলাকাবাসী। এর আগে গ্রাম্য সালিশে ঘটনার সমঝোতার কথা বলে ঝুলিয়ে রাখা হয় মাসের পর মাস। পরে আলামত না থাকায় খারিজ হয়ে যায় মামলাও। সুবিচার চান নির্যাতিতা ঐ নারী ও স্বজনরা।

সদ্যজাত শিশুটি কি পরিচয়ে বেড়ে উঠবে তা নিয়ে এখন তোলপাড় এলাকায়। এদিকে, ঐ নারী আগের স্বামী-সন্তানের ঘরেও যেতে না পারছেন না।

স্বজনদের অভিযোগ, নির্যাতনের পর প্রভাবশালী ধর্ষকরা তাকে হুমকি দিয়ে গেছে। তাদের প্রভাবে গ্রাম্য সালিশ সময়ক্ষেপণ করেছে।

অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।

ঘটনার বিস্তারিত খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ নেয়ার দাবি নির্যাতিতার স্বজন ও এলাকাবাসীর।