Sat. Oct 18th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার ,১১মে ২০১৯ঃ সারাদিন রোজা শেষে ইফতারের সময় টেবিলে থাকে রং বাহারি সব খাবার। তবে যতো অভিজাত খাবারই থাকুক না কেনো ইফতারের টেবিলে সবার প্রথম পছন্দ রুহ্ আফজার শরবত বা বিভিন্ন ফলের জুস।

এমন স্বাস্থ্য সচেতন মানুষদের কথা বিবেচনা করেই হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) নিয়ে এলো রুহ্ আফজা । সারাদিন রোজা  থাকার পর ক্লান্তি দূর করতে ইফতারে এক গ্লাস  রুহ্ আফজার ঠাণ্ডা শরবত প্রাণতো জুড়াবেই, সেই সাথে সুস্বাস্থ্যও নিশ্চিত করবে।