Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, বৃহস্পতিবার, ১৬মে ২০১৯ঃ রাজধানীর যানবাহন নিয়ন্ত্রণে নিয়োজিত ট্রাফিক পুলিশকে সময়মত ও মানসম্মত ইফতার সরবরাহে স্পন্সরের চেক প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।
১৬ মে, ২০১৯ বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী ট্রাফিক পূর্ব বিভাগ মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহমেদ এর নিকট এ চেক হস্তান্তর করেন।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম, এস. এম. জাফর, মো. শফিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।