Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,১৯মে ২০১৯ঃ আসছে ঈদে চমক থাকছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে। এবার তারকাবহুল নানা আয়োজন দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। থাকছে দুই প্রজন্মের চার তারকার ভিন্নধর্মী পরিবেশনা। এতে অংশ নিচ্ছেন ফেরদৌস, পূর্ণিমা, সিয়াম ও পূজা চেরি। ফিউশনধর্মী গানের সঙ্গে নৃত্য পরিবেশনা করতে দেখা যাবে তাদের।

প্রেমবিষয়ক জনপ্রিয় দুটি লোকসঙ্গীতের সমন্বয়ে নতুন করে একটি ফিউশনধর্মী গান তৈরি করা হয়েছে। গানের সঙ্গীত পরিচালনা করেছেন মেহেদী। এই গানে কণ্ঠ দিয়েছেন বেশ কিছু তরুণ কণ্ঠশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন মামুন।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে আগত কয়েক হাজার অতিথি তারকাসমৃদ্ধ এই পরিবেশনাটি দারুণভাবে উপভোগ করেছেন। টিভি দর্শকের কাছেও এই আয়োজন ভালো লাগবে।

চার তারকার নৃত্য পরিবেশনা ছাড়াও গান, নাটিকাসহ মজার সব আয়োজন নিয়ে সাজানো হচ্ছে ঈদ ‘ইত্যাদি’।

বরাবরের মত এবারও অনুষ্ঠানটি গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালক করেছেন হানিফ সংকেত। আসছে ঈদে অনুষ্ঠানটি প্রচার হবে বিটিভিতে।