খােলাবাজার ২৪, শনিবার২৫ মে,২০১৯ঃ মিরপুরে শেওড়াপাড়ায় রান-২৫ এর আয়োজনে অনুষ্ঠিত হল ২০তম ইফতার মাহফিল। বিগত দুই যুগ ধরে সংগঠনটি নানারকম সামাজিক কর্মসূচী পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আয়োজিত এই ইফতার মাহফিলে ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ শতাধিক মুসলী অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হুমায়ুন রশিদ জনি উপস্থিত থেকে ভ্রাতৃত্ব বন্ধনের নিদর্শন এ ইফতার মাহফিলে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে স্বাগত জানান। এলাকার ছোট-বড় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে উক্ত মাহফিলে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের শান্তি ও মঙ্গল কামনা এবং দেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া করা হয়।