Sat. Oct 18th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, রবিবার ০২জুন ২০১৯ঃ  ঈদে মুক্তির মিছিলে থাকা আলোচিত ছবিগুলোর একটি ‘নোলক’। এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও ইয়ামিন হক ববি। গত ২৯ মে ইউটিউবে মুক্তি পায় ছবিটির ডান্স নাম্বার ‘কলিকালের রাধা’। গানটি দর্শক মহলে সাড়া ফেলেছে। প্রথমে ৩০ সেকেন্ডের টিজার; পরে পুরো গান সব মিলিয়ে অল্প সময়েই এক মিলিয়ন ছাড়িয়েছে গানটি।

পবন ববের কোরিওগ্রাফিতে তালে তালে নেচেছেন নায়িকা ববি ও এক ঝাঁক তরুণ-তরুণী। তারিক তুহিনের লেখা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশ্বজিতা দেব।

স্যাভি গুপ্তের সংগীত পরিচালনায় গানে র‌্যাপ করেছেন তন্ময় সাধক। এখন পর্যন্ত গানটির টিজার উপভোগ করেছেন আড়াই লাখ দর্শক; পরে পুরো গান দেখেছে আট লাখেরও বেশি দর্শক।

এদিকে, শুরু থেকেই নানা ইস্যুর কারণে আলোচনায় থাকা সিনেমাটি এবার রমজানের ঈদে মুক্ত পেতে যাচ্ছে। বি হ্যাপি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এই ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। শাকিব-ববি ছাড়াও ‘নোলক’ ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, কলকাতার রজতাভ দত্ত ও সুপ্রিয় দত্তসহ অনেকেই।