Sat. Oct 18th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, মঙ্গলবার ১৮ জুন ২০১৯ঃ প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, ‘বাজেটের নামে নিজেদের লোকদের ভাগ্য উন্নয়নেরই ব্যবস্থা করেছে সরকার।’ ক্ষমতা দখলের মতো সরকার সবকিছু দখল করে নেওয়ার কারণেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন শামসুজ্জামান দুদু। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠন ওই মানববন্ধনের আয়োজন করে।

এ সময় শামসুজ্জামান দুদু বলেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সরকার জোর করে ক্ষমতায় চেপে বসে একে একে সব অধিকারই হরণ করেছে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আরো বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনের নামে যেমন তামাশা করে সরকারটাকে দখল করেছে, পার্লামেন্ট দখল করেছে, আইনশৃঙ্খলা বাহিনী থেকে প্রশাসন সবকিছু দখল করে নিয়েছে।’ তিনি আরো বলেন, ‘বাস্তবতার কারণে আজ দেশনেত্রী খালেদা জিয়া কারাগার থেকে বের হতে পারছেন না।’