Sat. Oct 18th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, সোমবার ২৪ জুন ২০১৯ঃ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং গাল্ফ এক্সচেঞ্জ কোম্পানী, কাতার-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, প্রবাসী বাংলাদেশীরা তাদের অর্থ গাল্ফ এক্সচেঞ্জ কোম্পানী, কাতার-এর মাধ্যমে এবং এমটিবি রেমিট্যান্স চ্যানেল ব্যবহার করে বাংলাদেশে প্রেরণ করতে পারবেন।
গাল্ফ এক্সচেঞ্জ কোম্পানী, কাতার-এর জেনারেল ম্যানেজার, জাফর আলি আল-শারাফ এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে গাল্ফ এক্সচেঞ্জ কোম্পানী, কাতার-এর রাজু রামাচন্দ্রন, অপারেশন্স ম্যানেজার এবং এমটিবি’র মোহাম্মদ জাহিদুল আহসান, হেড অব এনআরবি, মোঃ শামসুল ইসলাম, হেড অব ট্রেজারি, মোঃ রবিউল আলম, হেড অব অলটারনেট ডেলিভারি চ্যানেল, এ. কে. এম. আহ্সান কবীর, গ্রুপ চীফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, সুভাস চন্দ্র বিশ্বাস, হেড অব আইটি অপারেশন্স, মুহাম্মদ শামস্-উল-আরিফিন, হেড অব প্রসেস ইনোভেশন এ্যান্ড সফ্টওয়্যার ডেভেলপমেন্ট এবং আজম খান, গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার উপস্থিত ছিলেন।