খােলাবাজার ২৪, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ঃ ভারতে জনপ্রিয় ভিডিও শেয়ারিং মোবাইল অ্যাপ্লিকেশন টিকটকে ভিডিও আপলোডের চেষ্টাকালে ১২ বছর বয়সী এক কিশোর শ্বাসরুদ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার কোটা শহরের ভিজান নগর এলাকার দুর্ঘটনাক্রমে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। হিন্দুস্তান টাইমস।
পুলিশ জানায়, ভিডিও বানাতে গিয়ে নিজের বাড়ির বাথরুমে গলায় লোহার চেন জড়িয়ে মারা যায় সে। ষষ্ঠ শ্রেণির ছাত্র কৌশলকে যখন তার বাড়ির লোক উদ্ধার করে, তখন তার হাতে পরা ছিল ব্যাঙ্গেল আর গলায় মঙ্গলসূত্র।
তার বাবা-মা পুলিশকে জানায়, টিকটক মোবাইল অ্যাপে কোনো ভিডিও রেকর্ডের প্রস্তুতির সময়ই কৌশলের মৃত্যু হয়েছে।
বিখ্যাত গান বা সিনেমার সংলাপসহ নানা ধরনের মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করে আপলোড করা যায় টিকটক অ্যাপে।
টিকটক অ্যাপ ভারতে তুমুল জনপ্রিয়। দেশটির ১২০ মিলিয়ন মানুষ নিয়মিত-অনিয়মিতভাবে টিকটক ব্যবহার করছে।