Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, সোমবার, ০১জুলাই,২০১৯ঃ  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার অতি পছন্দের গরুর গোশত খাইয়ে আপ্যায়ন করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। তবে সেই গোশত আবার ট্রাম্পের দেশ থেকেই আমদানি করা।

সম্প্রতি জাপানের ওসাকায় জি-২০ সম্মেলন শেষ করে দক্ষিণ কোরিয়া যান ট্রাম্প। মুনের ব্যক্তিগত সম্পর্ক খুব ঘনিষ্ঠ না হলেও মিত্র রাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য আপ্যায়নের সব রকম আয়োজনই করেন তিনি।

খাবারের মেনুতে ছিলো, ভালো করে ভাজা গোশতের ফালি। সেই সঙ্গে ছিল কোরিয়ার রেসিপিতে তৈরি বুলগোগি সস, আদা পাতা দিয়ে তৈরি বিশেষ আচার। স্থানীয় আরও নানা পদের সুস্বাদু খাবার ছিলো। মেনুতে আরও ছিল ১২ রকমের কোরিয়ার ঠাণ্ডা পানীয়ও। এছাড়া পশ্চিমা ধাঁচের খাবারও পরিবেশন করা হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালে ট্রাম্প যখন সিউল সফর করেছিলেন, তখন তার খাবারের মেনু সাজানো হয়েছিল ‘স্থানীয় ও ঐতিহ্যবাহী সব খাবার’ দিয়ে।