কোনো রাজনৈতিক দলে যোগ না দিলেও রাজনৈতিকভাবে সবাইকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী

খােলাবাজার ২৪, বুধবার , ০৩জুলাই,২০১৯ঃ বুধবার (৩ জুলাই) সকালে ঢাকা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে সচেতন হওয়া মানেই কোনো দলের হয়ে কাজ করা নয়। দেশের হয়ে কাজ করতে চাইলে রাজনীতির মাঠই সবচেয়ে বড় সুযোগ বলেও মনে করেন তিনি।
এসময় একাদশ শ্রেণি শিক্ষার্থীদের রাজনীতিকভাবে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। সেই সাথে ভালো নাগরিক হওয়া জরুরি বলেও মনে করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।