শুক্র. মে ৩, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, বুধবার , ০৩জুলাই,২০১৯ঃ ভাগ্যটা আরেকটু ভাল হলে হয়তো সেমিতে খেলা যেতো, তবে ভাগ্যের ওপর দায় না চাপিয়ে; ছোট-খাট ভুল গুলোকেই বিশ্বকাপে সেমির লড়াই থেকে ছিটকে যাওয়ার কারণ হিসাবে দেখছেন প্রধান কোচ স্টিভ রোডস। তবে, শেষ ম্যাচে জয় নিয়েই ইংল্যান্ড ছাড়তে চান তিনি।

হেড কোচ স্টিভ রোডস বলেন, একটা সময় তো মনে হচ্ছিলো ভারতের ৩৭০ বা ৪০০ হবে। বোলাররা দারুণ কামব্যাক করেছে, এমনকি তিনশো পনেরো টার্গেট পেয়ে আমরা বেশ খুশিও ছিলাম। কিন্তু ব্যাটিংটা মন মতো হয়নি। টপ অর্ডারের সবাই ভাল শুরুর পরও উইকেট বিলিয়েছে। তারপরও ছেলেদের যুদ্ধ করার মানসিকতায় ভাল লেগেছে। আমরা তিনটা ম্যাচ জিতলেও, প্রতিটা বড় দলকেই যথেষ্ট চাপে ফেলেছি, জেতার সুযোগও তৈরি করেছি। ভা্গ্য আরেকটু ভাল হলে, সেমিতে খেলাও সম্ভব ছিল।

পাকিস্তান বাংলাদেশ ম্যাচ নিয়ে তিনি আরও বলেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটার জন্য সত্যিই মুখিয়ে আছি। এশিয়া কাপে ওরা আমাদের সাথে হেরেছে, এবার তাই জিততেই চাইবে। কিন্তু এটাও সত্যি, পাকিস্তান খুব ভালো জানে বাংলাদেশকে হারানো কতোটা কঠিন। কেননা গত কয়েক বছরে ওরা আমাদের সাথে জিততে পারেনি। আপাতত ভাল ফর্মে থাকলেও, আমাদের সাথে পেরে উঠতে কষ্ট হবে। আমরা শেষ ম্যাচ হেরে না, বরং পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপ শেষ করতে চাই