শুক্র. মে ৩, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, বুধবার , ০৩জুলাই,২০১৯ঃ বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে ইংল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশরা। বুধবার বিকাল সাড়ে তিনটায় মাঠে গড়াচ্ছে ম্যাচটি।

কে জিতবে আজকের ম্যাচ? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা। এখন একটু দেখে নেওয়া যাক, আগের দেখায় দুই দলের পরিসংখ্যান।

ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি দেখায় জয়ের পাল্লা ভারী নিউজিল্যান্ডের পক্ষে। ৮৯ ম্যাচে তাদের জয় ৪৩টি আর ইংল্যান্ডের ৪০। বাকি ৬ ম্যাচের ৪টি পরিত্যক্ত, ২টি হয়েছে টাই। বিশ্বকাপে মুখোমুখি ৮ দেখায় ফলাফল এসেছে সব ম্যাচেই। এখানেও জয়ের হিসেবে এগিয়ে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের ৩ জয়ের বিপরীতে কিউইদের জয় ৫ ম্যাচে।

এবারের বিশ্বকাপে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। সমান সংখ্যক ম্যাচে ভারতের সংগ্রহ ১৩ পয়েন্ট। ৮ ম্যাচে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১ আর ইংল্যান্ডের ১০।

তাই আজকের ম্যাচে ইংল্যান্ডকে জিততেই হবে। ইংলিশরা জিতলে তাদের সংগ্রহ দাঁড়াবে ১২। তাহলে তৃতীয় দল হিসেবে শেষ চারে উঠবে ইয়ন মরগানের দল। ইংল্যান্ড হেরে গেলে সেমিফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। সে ক্ষেত্রে ঝুলে যাবে ইংল্যান্ডের ভাগ্য।