Fri. Oct 17th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, বুধবার , ০৩জুলাই,২০১৯ঃ লিবিয়ায় একটি অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলায় ৪০ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও ৮০ জন আহত হয়েছেন। বিবিসির খবরে তা বলা হয়েছে।

বুধবার ভোরে দেশটির রাজধানী ত্রিপোলির তাজৌরা এলাকায় এ হামলা চালানো হয়। নিহতদের অধিকাংশই আফ্রিকান অভিবাসন প্রত্যাশী বলে জানা গেছে।

সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে যাওয়ার প্রধান রুটে পরিণত হয়েছে লিবিয়া। এখানে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীকে আটক করে এ ধরনের কেন্দ্রগুলোতে রাখা হয়েছে।

লিবিয়ার জরুরি বিভাগগুলোর মুখপাত্র ওসামা আলী জানিয়েছেন, অভিবাসী আটক কেন্দ্রটিতে ১২০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। বিমান হামলায় তারা সবাই হতাহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

২০১১ সালে দেশটির সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করে হত্যার পর থেকে লিবিয়ায় সহিংসতা চলছে।