Mon. Oct 13th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার,১৩জুলাই,২০১৯ঃ টিকটক ভিডিও করতে সিলেটে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক।

শুক্রবার বিকেল টুকেরবাজার তৃতীয় শাহজালাল সেতু থেকে মিলন আহমদ (১৮) ও আবদুস সামাদ (১৮) নামের দুই বন্ধু ‘টিকটক করতে’ ঝাঁপ দেন। পরে মিলন আহমদ সাঁতরে নদীর কূলে ফিরতে পারলেও স্রোতের টানে ভেসে যান আবদুস সামাদ। তিনি এখনো নিখোঁজ। তিনি বাগবাড়ি এলাকার মৃত শামসুল হকের ছেলে।
ডুবুরি দল তার সন্ধান চালাচ্ছে।

স্থানীয়রা জানান, সামাদ ও মিলন টিকটক ভিডিও করতে এবং নিজেদের মধ্যে বাজি ধরে সেতু থেকে লাফ দেন। তাঁদের সঙ্গে থাকা অপর বন্ধু ভিডিও ধারণ করেন।

সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার জানান, গতকাল আলোস্বল্পতা এবং প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। আজ শনিবার সকাল সাড়ে নয়টা থেকে ঢাকা থেকে আসা চারজনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। কয় দিনের টানা বৃষ্টির কারণে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে এখন প্রবল স্রোত।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা জানান, নিখোঁজ সামাদকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, টিকটক ভিডিও করে অনেকেই রাতারাতি সেলিব্রিটি হয়েছেন। চীনা এই ভিডিও অ্যাপের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও অপসংস্কৃতি ছড়ানো ছাড়াও বিভিন্ন অভিযোগ রয়েছে।