Tue. Oct 28th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,রবিার,১৪জুলাই,২০১৯ঃ মোঃরাসেল মিয়াঃ নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম। আজ রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
আর নরসিংদীর বর্তমান পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম-সেবা, পিপিএম কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
জানা গেছে, প্রলয় কুমার জোয়ারদার দ্বিতীয় বারের মত বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি বর্তমানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। আর মিরাজ উদ্দিন আহম্মেদ গত বছরের ১৪ নভেম্বর নরসিংদী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন।