Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার ,১৬জুলাই,২০১৯ঃ শ্রীলঙ্কা সফরে নেই সাকিব আল হাসান ও লিটন দাস। নিজেই বিশ্রাম চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আর বিয়ের কারণে ছুটি নিয়েছেন লিটন দাস। এই দুজনকে ছাড়াই শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল, যার নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা।

তবে চমক আছে। দলে অনেক দিন পর ফিরেছেন স্পিনার তাইজুল ইসলাম ও ব্যাটসম্যান এনামুল হক বিজয়। বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন আবু জায়েদ রাহি। বিশ্বকাপ মিশনে দলে থাকলেও একটি ম্যাচও খেলা হয়নি তাঁর।

জাতীয় দলের হয়ে তাইজুল সর্বশেষ ওয়ানডে খেলেন ২০১৬ সালে। অন্যদিকে বিজয় গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেন।

শ্রীলঙ্কা সফরের কেবল তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে ওই তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল শ্রীলঙ্কা পৌঁছাবে আগামী ২৩ জুলাই।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও এনামুল হক বিজয়।