Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার ,১৬জুলাই,২০১৯ঃ  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী রাজশাহীতে চামড়া শিল্প পার্ক গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চেয়ারম্যান জনাব মোঃ মোশতাক হাসান, এনডিসি মহোদয়ের সাথে বৈঠক করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

গতকাল ( সোমবার, ১৫ জুলাই ২০১৯) বিকেলে বিসিক ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাজশাহীতে চামড়া শিল্প পার্ক গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বিসিক চেয়ারম্যান রাজশাহীর শিল্পায়নের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এরই মাধ্যমে রাজশাহীতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন রাজশাহীতে চামড়া শিল্প পার্ক গড়ে উঠলে উত্তরাঞ্চলের চামড়া ও চামড়াজাত পণ্য সামগ্রীর ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে । এর মাধ্যমে এ অঞ্চলের বেকারত্ব দূর হবে ।

বৈঠকে বিসিক পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুল মান্নানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্যে এর আগে রাসিক মেয়র  চামড়া শিল্প পার্ক স্থাপনের ব্যপারে মাননীয় শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মহোদয়ের সাথেও বৈঠক করেন। গতকাল (সোমবার) মাননীয় শিল্প  মন্ত্রী মহোদয়ের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।