Tue. Oct 14th, 2025
Advertisements
খোলাবাজার ২৪, শুক্রবার ,২৬জুলাই,২০১৯ঃ রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ডেঙ্গুকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন যে বক্তব্য দিয়েছেন, এটা তাঁদের ব্যক্তিগত মতামত হতে পারে। তবে ডেঙ্গুকে সহজভাবে নেওয়ার কোনো উপায় নেই। বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বলে আমরা আমাদের নিজেদের দায়িত্ব উপেক্ষা করব, সেটা সঠিক নয়।’ এ সময় সবাইকে বেশি কথা না বলে নিজেদের কাজে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘মশার উপদ্রব থেকে জনগণকে বাঁচাতে প্রধানমন্ত্রী ও তাঁর দপ্তর সক্রিয় রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।’

প্রিয়া সাহার বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী জড়িত থাকতে পারে, তবে যুক্তরাষ্ট্র জড়িত, এটা আমরা মনে করি না।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘এ বিষয়টা নিয়ে আমরা নিউজে আর কলরব না ছড়াই।’