Fri. Oct 17th, 2025
Advertisements
partho-gopal
খোলাবাজার ২৪,সোমবার,২৯জুলাই,২০১৯ঃ  সিলেটের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের বাসা থেকে উদ্ধার হওয়া ৮০ লাখ টাকার যথাযথ উৎস পাওয়া যায়নি। সোমবার (২৯ জুলাই) দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, মানি লন্ডারিং ও ক্ষমতার অপব্যবহারের দায়ে মামলা করা হবে বলেও জানান তিনি।

তার আগে পার্থ গোপাল বণিককে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হবে বলে জানান দুদক সচিব।

এর আগে, রোববার বিকেলে ধানমণ্ডির ভূতেরগলিতে সিলেটের সাবেক কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের বাসা থেকে ৮০ লাখ টাকা টাকা জব্দ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাকে গ্রেপ্তারও করা হয়।

দুদক সূত্র জানায়, সিলেটের ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক ও জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিককে রোববার সকাল দশটা থেকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাদের দুদকের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সিলেটে দায়িত্ব পালনের আগে চট্টগ্রাম কারাগারে দায়িত্ব পালন করেন পার্থ গোপাল বণিক। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের নিয়ে অভিযানে যায় দুদকের একটি দল। ভূতেরগলি এলাকায় পার্থ গোপাল বণিকের বাসায় বিকেলে অভিযান চারিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করে।