Sat. Oct 18th, 2025
Advertisements

খোলাবাজার ২৪,সোমবার,২৯জুলাই,২০১৯ঃ  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের সাথে সৌদিআরবের একটি কোম্পানির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ২৯ জুলাই, ২০১৯ সোমবার সকাল ১০টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি সাংবাদিকদের বলেন, সমঝোতা স্মারকের আওতায় চট্টগ্রামস্থ কালুর ঘাটে সৌদি অর্থায়নে ৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি অত্যাধুনিক আসবাবপত্র কারখানা গড়ে তোলা হবে। এই কারখানার কাঁচামাল সরবাহ করবে বিএফআইডিসি। কারখানার আর্থিক লাভের একটি অংশও বিএফআইডিসি পাবে বলে তিনি জানান। উৎপাদিত আসবাবপত্র সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানী হবে এবং বাংলাদেশের বহু লোকের কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এম.পি., উপমন্ত্রী হাবিবুন নাহার এম.পি., পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ও সৌদি রাষ্ট্রদূতের প্রতিনিধি উপস্থিত ছিলেন।