Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার ২৪,সোমবার,২৯জুলাই,২০১৯ঃ পা দেখেই বোঝা যাবে একজন মানুষ কতটা ধনী! অবিশ্বাস্য হলেও এটা সত্যি। শরীরের বিভিন্ন অঙ্গের গঠন দেখে বলা যায়, ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য। তার পড়াশোনা কেমন হবে বা বিবাহিত জীবন কীভাবে কাটবে অথবা তিনি জীবনে কতটা ধনী হবেন?
জীবনের প্রায় সব কিছুই শরীরের নানা অঙ্গের গঠন দেখে বলা সম্ভব।

ঠিক সে রকমই মানুষের পায়ের গঠন বলে দিবে, তিনি ভবিষ্যতে ধনী হবেন নাকি সারা জীবন অর্থ সমস্যায় ভুগবেন?

যদি প্রথম জীবনে ধনী হয়েও থাকেন, সেটা ভবিষ্যতে একই রকম থাকবে কি না, এ সব কিছুই বলা যায় পুরুষদের পায়ের গঠন দেখে।

দেখে নেয়া যাক মানুষের পায়ের গঠন সম্পর্কে কী বলছে জ্যোতিষ শাস্ত্র-

যে পুরুষদের পায়ের ওপরের অংশ উঁচু মতো হয়, অর্থাৎ কচ্ছপের পিঠের মতো এবং পায়ের আঙুল একে অপরের সঙ্গে একদম মিলিত অবস্থায় থাকে, তা খুব শুভ ফল প্রদান করে।
এই সব পুরুষ খুব ধনী হন এবং তারা উচ্চপদস্থ চাকরিজীবী হন। এ ছাড়া জীবনে নানা বিষয়ে সম্মান লাভ করার সুযোগ পান তারা।
যেসব পুরুষের পায়ের পাতা কোমল, পরিষ্কার ও লালিত্বপূর্ণ থাকে, তারা জীবনে বেশ ধনবান হয়ে থাকেন।
পায়ের শিরা অধিক পরিমাণে দেখা যাওয়া খুব একটা শুভ বলে মানা হয় না।
যেসব পুরুষের পায়ের সামনের দিকটা কুলোর মতো চওড়া, এবং পায়ের দৈর্ঘ্য ছোট হয়, তারা আর্থিক সমস্যায় জর্জরিত থাকেন।
পায়ে অধিক পরিমাণে ঘাম হওয়া খুব একটা ভাল লক্ষণ নয়। বেশি ঘাম হতে থাকলে যেকোনো শুভ লক্ষণ ম্লান হয়ে যায়।