Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার ২৪,মঙ্গলবার,৩০জুলাই,২০১৯ঃ জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :  নীলফামারী ডিমলায় বে-সরকারী সংস্থা ‘অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নারী ও কন্যা শিশুর সুরক্ষা’ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও পল্লীশ্রী’র আয়োজনে সোমবার (২৯-জুলাই) দুপুরে ডিমলা উপজেলা পল্লীশ্রী ইউনিট কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয় ।

‘অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নারী ও কন্যা শিশুর সুরক্ষা’ প্রকল্পটির সমন্বয়কারী শামিমা বেগম পপি’র সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন, পল্লীশ্রী রি-কল প্রকল্পের ডিমলা উপজেলা সমন্বয়কারী বাবু পুরান চন্দ্র বর্মন। এ সময় সাংবাদিক নীরঞ্জন দে, ময়েন কবির, জাহিদুল ইসলাম জাহিদ, মহিনুল ইসলাম সুজন, জসিম উদ্দিন নাগর, ইউনুস আলী মোল্লা, আবু মোতালেব হোসেন, বাদশা সেকেন্দার ভ্্্্্্্ট্টুু, জাহাঙ্গীর আলম রেজা প্রমুখ। উন্নয়নে নারীর প্রতি সংবেদনশীল প্রতিবেদন প্রকাশ, নারী ও কণ্যা শিশুর সুরক্ষায় ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান সভার সভাপতি শামিমা পপি।

তিনি বলেন, মানুষের জন্য ফাউ-েশনের অর্থায়নে তিন বছরে বাস্তবায়িত প্রকল্পটিতে ব্যয় হবে ৩ কোটি ৯ লাখ ৪ হাজার ৬০৮ টাকা।

এতে নীলফামারী সদর সহ সৈয়দপুর, ডোমার ও ডিমলা উপজেলার দুইটি ইউনিয়ন খালিশা চাপানী এবং ঝুনাগাছ চাপানীর ৯৬টি গ্রামে নারী ও কণ্যা শিশুর সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে এই