Tue. Oct 14th, 2025
Advertisements


খোলাবাজার ২৪,বুধবার,৩১জুলাই,২০১৯ঃ মেহেদী হাসান,জবিঃজগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) তে ৫ম আন্তঃবিভাগ ফুটবলে নতুন রেকর্ড গড়ল ভূগোল ও পরিবেশ বিভাগ।টানা চার বছরে ১ম ম্যাচেই বিদায় নিতে হয়েছে এবাবরের চাম্পিয়ান এই দলটি। প্রথম বারের মত জয়ের স্বাদ পেয়েই ট্রফি জয় করেন।
৫ম আসরের শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামে ৩৭টি দল। সব ক’টি দলকে টপকে ফাইনালে জায়গা করে নেয় জবির অর্থনীতি ও ভূগোল ও পরিবেশ বিভাগ। ফাইনাল ম্যাচে অত্যন্ত প্রতিদন্দ্বিতা মূলক খেলায় চাম্পিয়ান এবার ৪বছরের হারের গ্লানী টেনে আসা ভূগোল ও পরিবেশ বিভাগ। অপরদিকে একবার সেমিফাইনাল এবং ফাইনাল খেলেও চাম্পিয়ান হতে পারেনি অর্থনীতি বিভাগ।
আজ (৩১ জুলাই, ২০১৯-বুধবার) ক্রীড়া উপকমিটি (ফুটবল), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই ৫ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০১৯ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ভাষা শহীদ রফিক ভবন চত্বরে অনুষ্ঠিত হয়।
আহবায়ক অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া। এসময় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, প্রক্টর ড. মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এবারের প্রতিযোগিতায় ভূগোল ও পরিবেশ বিভাগ চ্যাম্পিয়ন এবং অর্থনীতি বিভাগ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচ সেরা হয়েছেন অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের রায়হান তন্ময় । সেরা গোলকিপার হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান।