Mon. Oct 13th, 2025
Advertisements

খোলাবাজার ২৪,বৃহস্পতিবার, ১ আগস্ট,২০১৯ঃ সম্প্রতি ঢাকায় আসেননি এমন দু’একজনও ডেঙ্গুতে আক্রান্তের প্রমাণ মিলেছে একাধিক জেলায়। দেশজুড়ে চলমান ডেঙ্গু পরিস্থিতিতে বিষয়টি আরো উদ্বেগজনক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামলে ডেঙ্গু বাহক এডিসের বিস্তার নিয়ে সেসব জেলায় জরিপরে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেঙ্গু জ্বরে কাঁপছে পুরো দেশ। একমাত্র নেত্রকোনা বাদে দেশের ৬৪ জেলার হাসপাতালেই ভর্তি আছে ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এই সংখ্যা দুই হাজার ৬৫৪ যাদের অধিকাংশই সম্প্রতি ঢাকা ঘুরে গেছে এমনটাই প্রমাণ মিলছে।

তবে ব্যতিক্রমও আছে। সেক্ষেত্রে, ঢাকার বাইরেও যদি বাহক মশা এডিস ছড়িয়ে যায়, তা আরো ভয়াবহতা ডেকে আনবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিপর্যয় সামলে বিষয়টি নিয়ে কাজ করার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি মৌসুমে রেকর্ড ছাড়িয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ১৮৩।