Tue. Oct 14th, 2025
Advertisements
image-205115-1564492366
খোলাবাজার ২৪,বৃহস্পতিবার, ১ আগস্ট,২০১৯ঃ বিশ্ববাজার থেকে এক প্রকার হারিয়ে যাওয়ার পর নতুন করে ব্যবসা শুরু করেছে এক সময়ের জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা।

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে নানা কৌশল নিয়েছে প্রতিষ্ঠান। দেশের স্মার্টফোন বাজারে বেশ ভালোভাবেই এগিয়ে চলছে তারা।

এবার গ্রাহকদের কাছে আরও সহজেই মটোরোলা স্মার্টফোন পৌঁছে দিতে নতুন একটি উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। জনপ্রিয় শপ গেজেট অ্যান্ড গিয়ার থেকে সহজ কিস্তিতে মটোরোলা স্মার্টফোন কিনতে পারবেন গ্রাহকরা। সম্প্রতি মটোরোলা ও গেজেট অ্যান্ড গিয়ার একটি চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী গেজেট অ্যান্ড গিয়ারে মটোরোলার ই-৪ প্লাস, ই-৫, ই-৫ প্লাস, এ-৭ পাওয়ার এবং মটোরোলা ওয়ান মডেলের স্মার্টফোন পাওয়া যাবে। আর এই প্ল্যাটফর্ম থেকে যেকোনও মটোরোলা স্মার্টফোন কিনলেই গ্রাহকরা পাবেন ১৫ মাসের বিক্রয়োত্তর সেবা।