Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার ২৪,বৃহস্পতিবার, ১ আগস্ট,২০১৯ঃ   সারা দেশের মতো পিরোজপুরেও ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বিগত কয়েক দিনে পিরোজপুরে ৭ জন ডেঙ্গু আক্রান্তকে শনাক্ত হয়েছে। এদের অধিকাংশই ঢাকা থেকে সংক্রমণ নিয়ে এসেছেন বলে জানিয়েছেন স্বজন ও চিকিৎসকরা।

এদের মধ্যে অনেকেই ভালো হয়ে বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি রয়েছে ৪ জন রোগী।

তবে ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে এসে যথাযথভাবে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক সাকিল সরোয়ার। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

সাধারণ মানুষকে সচেতন করতে সিভিল সার্জনের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে।