Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার ২৪, শুক্রবার,২আগস্ট,২০১৯ঃ প্রযুক্তির এই যুগে প্রতারণাও হচ্ছে ঢের। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের নামে ভুয়া মেসেজ পাঠিয়ে ঘটছে নানাবিধ অপরাধের ঘটনা।

বার্তায় হোয়াটসঅ্যাপের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে এক হাজার গিগাবাইট ইন্টারনেট দেওয়ার তথ্য জানানো হয়।

বার্তায় থাকা লিংকে ক্লিক করলেই বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা হয়। শুধু তা-ই নয়, ভুয়া বার্তাটি ৩০ জন বন্ধুকে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়। স্ক্যামটি প্রথম শনাক্ত করে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট।

তাদের দাবি, নির্দিষ্ট সাইট বা বিজ্ঞাপনে ক্লিক করে অর্থ আয় করতেই স্ক্যামটি ব্যবহার করছে সাইবার অপরাধীরা।