Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার ২৪,শনিবার,০৩আগস্ট,২০১৯ঃ বানারীপাড়া প্রতিনিধি ॥বানারীপাড়ায় বখাটে কিশোর সামিম হোসেন (সাম)’র বিরুদ্ধে তিন বছরের কন্যা শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার ভানান গ্রামের ঘরামী বাড়ীতে ঘটেছে বলে জানা যায়।অভিযোগে ওই শিশুর মা লাকী বেগম জানান গত বৃহস্পতিবার দুপুরে একই বাড়ীর কাদের ঘরামীর ছেলে সামিম হোসেন(সাম)(১৭) বাড়ীর পার্শবর্তী জঙ্গলে তিন বছরের কন্যা শিশুটিকে ডেকে নিয়ে তাকে বিবস্র করে অনৈতিক কাজের উদ্দেশে তোয়ালের উপর শোয়ায়।এমন সময় ওই এলাকার দেলোয়ার মাস্টারের স্ত্রী রাস্তা দিয়ে তার নিজ বাড়ী যাবার সময় জঙ্গলের ভিতর ছোট বাচ্চাদের কথার শব্দ শুনে এগিয়ে আসলে বাচ্চাটিকে বিবস্র অবস্থায় ও সামকে অনৈতিক কাজের প্রস্তুতি নিতে দেখে ডাক-চিৎকার দিলে সামিম পালিয়ে যায়।
পরে শিশুটিকে নিয়ে তার মায়ের কোলে তুলে দিয়ে ঘটনার বিবরন দেয়।এ নিয়ে ওই বখাটে সামিমের বাবা মায়ের কাছে বিচার দিলে তারা কোন বিচার না করে উল্টো বাচ্চাটির মা বাবাকে খুন যখমের হুমকি দেয়।
এলাবাসী জানায় বিষয়টি জানাজানি হওয়ার পরে বখাটে সামিম একটি চাকু নিয়ে ঘুরে বেড়াচ্ছে।যে কোন সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটার অশংকা রয়েছে বলে তারা জানান।