Tue. Oct 14th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,মঙ্গলবার,০৬ আগস্ট ,২০১৯ঃ কিছুক্ষণের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা।

সিঙ্গাপুর থেকে বিমানে করে আনা হয়েছে মশক নিধনের উন্নতমানের তিন ধরনের ওষুধ। সেই ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হবে কিছুক্ষণের মধ্যে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে মেয়র সাইদ খোকন ও অন্যান্য কর্মকর্তা এবং রোগতত্ত্ববিদদের উপস্থিতিতে আমদানি করা এই ওষুধ মশার ওপর স্প্রে করা হবে। দেখা হবে এর কার্যকারিতা।

ক্রয় ও ভান্ডার (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) কর্মকর্তা মো. লিয়াকত হোসেন জানান, বাকি দুটো ওষুধের বক্স অন্য জায়গায় রাখা হয়েছে। ওষুধগুলোর সবই সিলগালা অবস্থায় রয়েছে।