Mon. Oct 13th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,মঙ্গলবার,০৬ আগস্ট ,২০১৯ঃ  আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে  চামড়া ব্যবসায়ীদের সাথে বৈঠক করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পশুর চামড়ার দাম নির্ধারণ করে তা ঘোষণা করেন।

মন্ত্রী জানান, এবার গরুর চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট হবে ৪৫ থেকে ৫০ টাকা। ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা। খাসির চামড়ার দাম হবে সারা দেশে ১৮-২০ টাকা। বকরির চামড়ার দাম ১৩-১৫ টাকা।

চামড়ার দাম কমার সম্ভাবনা নেই জানিয়ে টিপু মুনশি বলেন, ‘আন্তর্জাতিক ও দেশীয় কোনো বাজারেই চামড়ার দাম কমেনি। কাজেই দাম কমার কোনো প্রশ্নই আসে না।’

বৈঠকে চামড়া ব্যবসায়ীরা দেশীয় বাজারে চামড়ার ভালো দাম পাওয়া যায় না বলে অভিযোগ করেন। এর জবাবে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম তাদের উদ্দেশে বলেন, ‘দেশীয় বাজারে ভালো দাম না পেলে চামড়া রফতানির বিষয়টি আমরা চিন্তা করবো।’

প্রসঙ্গত, গত বছরও চামড়ার দাম একইরকম ছিল।