Tue. Oct 14th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,০৭ আগস্ট ,২০১৯ঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ জিম্বাবুয়ে। যার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারবে না দলটি। তবে জিম্বাবুয়ের নিষেধাজ্ঞায় কপাল খুলেছে নাইজেরিয়ার। জিম্বাবুয়ের বদলে ১৩ দলের বাছাইপর্বে সুযোগ পেয়েছে আফ্রিকার দেশটি। নাইজেরিয়া ছাড়া বাকি দুই দল হলো কেনিয়া ও নামিবিয়া।

সংযুক্ত আরব আমিরাতে ২০২০ সালে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। এ পর্বে কেনিয়া ও নামিবিয়ার সঙ্গে আফ্রিকা অঞ্চলের তৃতীয় দল হিসেবে জায়গা হয়েছে নাইজেরিয়ার। তাদের সঙ্গে বাছাইপর্বে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, হংকং, আয়ারল্যান্ড, নিউ জার্সি, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, সিঙ্গাপুর এবং আমেরিকায় ফাইনাল খেলা দুটি দল। চলতি মাসে শেষের দিকে নির্ধারণ হবে বাকি দুই দল।

শুধু পুরুষ দলের নয়, মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বেও এসেছে পরিবর্তন। নারীদের বিশ্বকাপের বাছাইয়ে জিম্বাবুয়ের বদলে জায়গা পেয়েছে নামিবিয়া। বাকি দলগুলো হলো স্বাগতিক স্কটল্যান্ড, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড ও আমেরিকা থেকে এখনো চূড়ান্ত না হওয়া দুই দল। ‍

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে সুযোগ পাবে ১২টি দল। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে থাকা সেরা আট দল সরাসরি অংশ নেবে। বাকি চার দলকে বাছাই পর্বে লড়ে আসতে হবে। তাদের মধ্যে আছে বাংলাদেশও। আরব আমিরাতে খেলে যে ছয় দল আসবে তাদের সঙ্গে ওপেনিং রাউন্ডে লড়বে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। চারটি করে দল দুটি গ্রুপ হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল মূল আসরে জায়গা পাবে।