Sun. Oct 12th, 2025
Advertisements
khokan
খােলাবাজার ২৪,বুধবার,০৭ আগস্ট ,২০১৯ঃ  ডেঙ্গু মোকাবিলায় সব সংস্থা এক সঙ্গে কাজ করছে, খুব দ্রুত তা নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বুধবার (৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে ডেঙ্গু প্রতিরোধী পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, যতক্ষণ পর্যন্ত ডেঙ্গু নির্মূল না হবে, ততোদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, সরকারের সকল সংস্থা নতুন আক্রান্তের সংখ্যা কমিয়ে আনার জন্য সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে এই শহরের এবং এই দেশের মানুষ এই অবস্থা থেকে মুক্তি পাবে।