Sun. Oct 12th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,০৭ আগস্ট ,২০১৯ঃ   বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে জিজ্ঞাসাবাদের জন্য ১৮ দিনের সময় দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে এর আগে দুদক মাহী দম্পতিকে তলব করেছিল।

জানা গেছে, মাহী দম্পতি সময় চেয়ে আবেদন করায় বুধবার অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ তাদের আগামী ২৫ অগাস্ট হাজির হতে নতুন করে নোটিস পাঠিয়েছেন।

এর আগে গত রোববার মাহী বি চৌধুরীর গুলশানের বারিধারার (রোড নং ১২, বাড়ি ১৯) ঠিকানায় আলাদা নোটিসে পাঠিয়ে এই দম্পতিকে ৭ অগাস্ট সকাল সাড়ে ১০টায় দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছিল।

ওই দম্পতি অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য আরও সময় চেয়ে কমিশনে আবেদন করলে ২৫ অগাস্ট তাদের নতুন করে তলব করা হয়।

দুদক গত জুন থেকে এই অভিযোগের অনুসন্ধান শুরু করে। সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী গত নির্বাচনে মহাজোট থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।