Mon. Oct 13th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার,০৭ আগস্ট ,২০১৯ঃবানারীপাড়া:  বানারীপাড়ায় সংসদ সদস্যের নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই অভিযানে অংশ নেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। এ উপলক্ষে মানুষকে সচেতন করার লক্ষে সংসদ সদস্যের নেতৃত্বে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর শহরের বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে পরিস্কার করা হয়। এত আরো অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ওসি মো. খলিলুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. হুম,ায়ুন কবির, আওয়ামীলীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, সুব্রত লাল কুন্ড, শহীদুল ইসলাম,সামসু মল্লিক প্রমুখ।