Tue. Oct 14th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার ,২৪আগস্ট ,২০১৯ঃ  মূলত ভাইভার সময় পরীক্ষার্থীদের ভীতি কাটাতেই এমন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)।
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, ভাইভা চলাকালে পরীক্ষার্থীদের জড়তা ও ভীতি দূর করতেই কমিশনের পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে। আর এটি পরীক্ষার্থীদের কাছ থেকে রাখা ফি থেকেই ব্যবস্থা করা হচ্ছে।তিনি আরও বলেন, এতে এক জন পরীক্ষার্থীর কিছুটা হলেও সাবলীলভাবে প্রশ্নের জবাব দিতে উপকৃত হচ্ছেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই থেকে ৩৮তম বিসিএসের সাধারণ ক্যাডারে মৌখিক পরীক্ষা শুরু হয়; চলে গত ১ আগস্ট পর্যন্ত।