
পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের সঙ্গে আলাপ আলোচনা সেরে নিচ্ছেন জাতীয় দল ও বয়সভিত্তিক দলের দুই নির্বাচক। কি নিয়ে কথা হলো। জানালেন হাবিবুল বাশার।
তিনি বলেন, উইকেটটেকিং পেস বোলার আমাদের খুব দরকার হয়। এটা সেও জানে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ হয়েছে। ও সবাইকে দেখতে চাচ্ছে। আমাদের যে তরুণ পেস বোলার আছে তাদের নিয়ে এসে দেখাবো।
সাদমানের ব্যাটে আস্থা রাখা যায় অনায়াসে। সাদা পোশাকী যাত্রার শুরুতে নজর কেড়েছেন তরুণ ওপেনার।
ভেতরে ভেতরে দলটাও গুছিয়ে আনছেন নির্বাচকরা। ওপেনিং নিয়ে দুই রকম চিন্তাই আছে নির্বাচকদের। সাদমানের সঙ্গে নতুন কেউ নাকি অভিজ্ঞদের কেউ।
বাশার বলেন, এখনো আমরা সিদ্ধান্তে আসতে পারিনি যে, আমরা নতুন কাউকে দেখবো নাকি পুরোদেরই চেষ্টা করবো। সেটা নিয়েই আলোচনা চলছে।