Tue. Oct 14th, 2025
Advertisements
এবার বিগবসে রাণু মণ্ডল!

খােলাবাজার ২৪, মঙ্গলবার,২৭আগস্ট ,২০১৯ঃ রানাঘাট থেকে মুম্বাই। রেলওয়ে স্টেশন থেকে হিমেশ রেশমিয়ার রেকর্ডিং স্টুডিওতে। ভাগ্যের চাকা রাণু মণ্ডলের যে এখন ঘুরেই যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতেই ভাইরাল হওয়া রাণু এখন টক অফ দ্য টাউন।
তবে এবার আর শুধু প্লেব্যাক করেই থেমে থাকছেন না রাণু। শোনা যাচ্ছে, বিগবসের নতুন সিজনে নাকি থাকতে পারেন রাণু ৷ এমনকি, খোদ সলমন নাকি রাণুকে বিগবসে দেখতে চান বলে ইচ্ছে প্রকাশ করেছেন।

তবে এখনও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিগবস নির্মাতারা। মন্তব্য করেননি রাণু মণ্ডল নিজেও। আসলে এই খবর সত্যি নাকি শুধু গুজব তা নিয়েও রয়েছে সন্দেহ।