পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বান্ধবীর করা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের মাদার বকশ হলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার খালিদ বিন ওয়ালিদ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। এ ছাড়া তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক বলেও জানা গেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ওই ছাত্রের বিরুদ্ধে তাঁর বান্ধবী পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।