Tue. Oct 14th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,  শুক্রবার ,৩০আগস্ট ,২০১৯ঃ  প্রায় ৩০০ কোটি ভারতীয় রুপি বাজেট নিয়ে শুরু হয় সাহো ছবিটির নির্মাণকাজ। অস্ট্রেলিয়া, হায়দ্রাবাদ, দুবাই, রোমানিয়া এবং ইউরোপের বিভিন্ন জায়গায় শুটিং হয় সাহোর।বাহুবলী খ্যাত প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‌‘সাহো’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পরপরই ফাঁস হয়ে গেছে। মুম্বাই পুলিশের অপরাধ বিভাগ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা।

ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় পরিচালক সুজিত। ‘বাহুবলী’ খ্যাত প্রভাস ছাড়াও এই ছবিতে রয়েছেন জ্যাকি শ্রফ, নীল নিতেন মুকেশের মতো অভিনেতাদের।তবে পেক্ষাগৃহে সিনেমাটির প্রিমিয়ার শো হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তামিল রকার্সরা এটি পাইরেসি ওয়েবসাইটে ফাঁস করে।

‘সাহো’ প্রেক্ষাগৃহে হিট হওয়ার সাথে সাথেই অনলাইনে ফাঁস হয়। মিশন মঙ্গল, বাটলা হাউস থেকে স্যাক্রেড গেমস ২ এগুলো সবই তামিল রকার্স এবং পাইরেট বেয়ের মতো টরেন্ট সাইটে ফাঁস হয়েছিল।

এর আগে ১০ আগস্ট মুক্তি পায় ‘সাহো’র ট্রেলার। ২১ ঘণ্টায় ইউটিউবে প্রায় তিন কোটি (২ কোটি ৮০ লাখ) বেশিবার ভিউ হয়েছে ট্রেলারটির।

দক্ষিণের চলচ্চিত্রের কথা বললে, অজিথ অভিনীত নেরকোন্ডা পারভাই, পিংক সিঙ্গাপুরে প্রিমিয়ার হওয়ার পরে মুক্তির কয়েকদিন আগে অনলাইনে ফাঁস হয়েছিল।